বায়স্কোপ: অভীক সরকার
আমি
নায়ক নই।
আমার
সন্দর্ভ এককালীন
দীর্ঘ
অবসাদ প্রিয়।।
যে
মুহূর্তে সূর্য তার বিপ্রতীপ
হাহাকার
নিয়ে হাসে।
রাস্তার
পাশে ছাতুর সরবত হাতে
ময়লা।
শুকনো। অপার্থিব অর্ধ মানব।
এরাই
আমার আশেপাশের ফ্রেম জুড়ে আছে।।
সবুজ
রঙের হপগব্লিন গুলো ধুম মাচায়
কিন্তু
এন্ডরয়েড থেকে চোখ তুলছি কই!
বোবা
লেন্স থেকে ফেসবুক পার্লামেন্টে গলাবাজি ঝংকার।
এ
ওর দিকে ছুঁড়ছে এনকোডেড মিসাইল। সিভিল ওয়ার।
বাইনারি
সমবেদনা বাইনারি কান্না।
রাস্তার
কুকুরের সাথে শুয়ে থাকে শহর।
বিপরীত
মেরুতে চাঁদ ওঠে টিনের চালায়।।
আমি
দ্রষ্টা অনতিক্রান্ত সময়। কৃষ্ণগহ্বর
আমি
স্রষ্টা পরাবাস্তবতার এই পার্শ্বচিত্রের।।
No comments:
Post a Comment