সোমনাথ গুহর কবিতা: আশ্রয়

 




আশ্রয়: সোমনাথ গুহ

 

পুরুষটি বিছানার কাছে যায়

তাকিয়ে দেখে শিশুটির নিরাভরণ ঘুম

 

পুরুষটি বিছানার কাছে যায়

দেখে শিশুটির মায়ের আঁচল জুড়ে নিরাভরণ ঘুম

 

পুরুষটি আস্ত একটা সূর্য নিয়ে বিছানার কাছে যায় 

হাত পা ছড়ানো ছায়ারা সরে যায় বিছানা থেকে

4 comments:

ইবলিশ ৭ - নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ

  শিল্পী: জস এ. স্মিথ  সম্পাদক কয়  নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ বাঁশি না বীণা না বেহালা কী বাজাতেন নিরো?—কেউ হয়তো জানে ঠিকটা। বাদ্যযন্ত...