জিয়াভাইয়ের কবিতা: মেমো

 







মেমো: জিয়াভাই

 

নাড়া দিচ্ছে, স্বপ্নে বিভোর রাতগুলি ১১ টা

বা! শরীর অসুস্থতার কারণ জানিয়ে আজ ছুটি

দিন বদলের সে মেলা গালগল্প

এভাবেই ফুরোয়...

 

চৌচির রোদ পেরিয়ে

মধ্যরাতের টপাটপ বৃষ্টি

ওরাও ঘুমোতে চায়...

 

কত কি ভাবতে হয়

কোন রাত, কোন শিশির ভেজা নরম মাঠে

বুঝতে হবে, বোঝাতে হবে

 

রোজ গভীর রাতে

পৃথিবী যখন গভীর স্বপ্নে বিভোর,

ঠিক তখনি চাঁদের আলোর মতন

আমার ঘরের প্রাচীন জানালার ফাঁক গলে গিটারের শেষ তারটায় উড়ে এসে বসে এক রুপকথার পাখি, ফিনিক্স পাখি!

এসে ফিসফিস করে বলে, “আমিও তোমার প্রেমের গানের মত, রুপকথার মতই তোমার মাথায় আছি, তবে কখনই আমি প্রকাশ পাবোনা!"

তারপর ডানা ঝাপটিয়ে আবার উড়ে যায় কোথায় যেন!

হয়তো আমার মাথাতেই!

তারপর কোনো কোনো রাতে বৃষ্টি পড়ে,

কখনোবা তারাদের উৎসবের আকাশ।

আর সেই না লেখতে পারা গানটা লেখতে লেখতে আমিও রোজ তলিয়ে যাই গভীর রাতের সেই

গভীর স্বপ্নে বিভোর মানুষের দলে

 

খিদেটা যখন পাওয়ার নিমেত্তে

শূন্যে ফিরে দেখা, নতুবা দূরে সরে যাওয়া

তোমার জেনে যাওয়ায় নো রিপ্লে, নো আপলোড সোসালে

 

অথবা তোমার ভালোবাসা, হারিয়ে যাক খুঁজে পাওয়া।

 

যদিও আসক্তি নেটদুনিয়া

কীভাবে বাঁচে, বাঁচতে চায়, বাঁচতে দেয়...

2 comments:

  1. গিটারের শেষ রিদমে ফিনিক্স পাখিটর সাড়া তুইও পেয়েছিলিস,,, । নেটদুনিয়ার আসক্তিতায় রাত গভীর থেকে গভীরতর হয়েছিল,,,। আর তোমার ভালবাসা,,,!!!

    ReplyDelete
  2. "কত কি ভাবতে হয়
    কোন রাত, কোন শিশির ভেজা নরম মাঠে
    বুঝতে হবে, বোঝাতে হবে"...💗

    ReplyDelete

ইবলিশ ৭ - নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ

  শিল্পী: জস এ. স্মিথ  সম্পাদক কয়  নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ বাঁশি না বীণা না বেহালা কী বাজাতেন নিরো?—কেউ হয়তো জানে ঠিকটা। বাদ্যযন্ত...