শুভ্র চট্টোপাধ্যায়ের রম্য: করোনাকাল

আমরা 'ফেসবুক সমাচার' বিভাগে সংযুক্ত করেছি এখনকার অন্যতম সামাজিক মাধ্যম ফেসবুককে। ফেসবুকে প্রকাশিত কারোর বিশেষ স্ট্যাটাস আপডেটসই আমরা হাজির করি এখানে এনে। সেই ব্যক্তি কবি-সাহিত্যিক-শিল্পী হতে পারেন তেমনি তেমন কেউ নাও হতে পারেন। এ সংখ্যার ফেসবুক সমাচার বিভাগে থাকছে লেখক শুভ্র চট্টোপাধ্যায়ের রম্যস্ট্যাটাস।


করোনাকালশুভ্র চট্টোপাধ্যা

 

করোনা সংক্রামক হলেও বহু বহু আক্রান্ত সেরে উঠছেন। একে আর দশটা রোগের মতই ভাবতে হবে। এই রোগের চিকিৎসায় অক্সিজেন যে একটি জরুরি দ্রব্য, তা অজানা ছিল না। সরকার সম্ভবত: আধিদৈবিক, আধ্যাত্মিক সদুপদেশ বিতরণে ব্যস্ত থাকার কারণে এ বিষয়ে কোন আগাম পরিকল্পনা করার সময় পান নি। তাই সাহস হারাবেন না। এত বক্তৃতার পরেও যদি প্রধানমন্ত্রী আপনার বুকে সাহস যোগাতে না পারেন, তবে সে দায় আপনার। এক উন্নত ভারতের জন্য টিকা নেওয়ার লাইনে অপেক্ষা করুন। কই? আপনাকে তো কখনো গো হত্যা বন্ধ রেখে গো-অক্সিজেনের জন্য সরব হতে দেখি নি!

প্রধানমন্ত্রী সত্য, কারণ তিনি বিজ্ঞান।

No comments:

Post a Comment

ইবলিশ ৭ - নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ

  শিল্পী: জস এ. স্মিথ  সম্পাদক কয়  নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ বাঁশি না বীণা না বেহালা কী বাজাতেন নিরো?—কেউ হয়তো জানে ঠিকটা। বাদ্যযন্ত...