কি কানেকশন মাইরি: মৌমিতা
মোদক
একটা মায়াময় গোলাপী
মেঘ,
আর শ'টুকরোয় ভাঙ্গা একটা হৃদয়,
প্রেম হবে বলে দু’জনা এক জায়গায়,
দিস ইজ কলড্ ক্রশ
কানেকশন!
ওই হালকা সাদা মেঘগুলো
থাক না
কালো মেঘ সরিয়ে রোধ
করতে লাভ-দূষণ।
শ'টুকরো করে শ'খানেক রাস্তা তৈরি
করেছিল কালো মেঘ একসময়—
আমার হৃদয়ে ঢোকার।
গোলাপী মেঘ আজ সেই সব
রাস্তাই তোমার।
হৃদয় পাঁজর
ঝাঁঝরা তার ঝাঁঝে,
ঝাঁঝরা হয়ে যাওয়া সেই রাস্তাগুলো
রিপেয়ার করে নিও তোমার মতো করে।
হ্যাঁ সবেই করতে হবে।। আশরাফুলের খুনিত প্রেম থেকে কি কানেকশন মাইরি।
ReplyDeleteব্যাক্তিগত ভাবে যতটা উপলব্ধি তাই থমকে দাড়াই।।
থমকেই যেন দিতে পারি আমরা বারবার
Deleteরিপেয়ারিং! না, থাক। পিছলে পড়ার ভয়টা অন্তত জিঁইয়ে থাক।
ReplyDeleteগোলাপী মেঘ কে ভয় দেখিয়ে রাখবে? পুরনো প্রেমের ব্যর্থতা কষ্ট ওর উপর দিয়ে চালানো কি উচিত হব?
Delete