লভ্যাংশ: তুলসী কর্মকার
প্রবল প্রলাপে মুখোশ
পরা সিম্ফনি শুরু হয়
ভঙ্গিধারী বর্ণ বসে
বসে ঘাড় নাড়ে
খিদেতে আজ খাদ্য নেই
চাহিদার রঙ নীল
পর্দা সরিয়ে নজর চলে
যায়
বিছানা জুড়ে মলিন
চাঁদ
ওইখানে কলঙ্ক ঢাকা
পাতকুয়োর মুখ
জল নেই স্থল নেই আছে
সময় কল
আমোদ কারবারি সুখ
কেনাবেচা করে
আরামদায়ক শব্দরা
ব্যাথার সাথে জড়িত
নল ফুঁড়ে সুখ খুঁড়ে
ভিজে যায় মুখ
গুমোট গরম স্বস্তি
নাজেহাল
বাথরুম সেরে আসা যাক
মেঘ সরে গেছে আকাশ
পরিষ্কার
এখন শরীর জুড়ে তারার
আভাস...
No comments:
Post a Comment