আমাদের সঙ্গে যোগাযোগ

 পত্রিকা- ইবলিশ

সম্পাদক- রাহেবুল 

ঠিকানা- দক্ষিণ দেওগাঁও, ডাকঘর- দেওগাঁও, থানা- ফালাকাটা, জেলা- আলিপুরদুয়ার, রাজ্য- পশ্চিমবঙ্গ, দেশ- ভারতবর্ষ, পিন- ৭৩৫২১৩

লেখা পাঠানো এবং আনুষঙ্গিক কথাবার্তা চালাতে- editoriblish.rahebul@gmail.com 

লেখা যেভাবে পাঠাবেন: অভ্রে টাইপ করে ইমেল বডিতে বা ওয়ার্ড ফাইল/ডক ফাইল জুড়ে লেখা পাঠানো যাবে। সঙ্গে অবশ্যই দিতে হবে ফোন নাম্বার, ইমেল আইডি, ডাক ঠিকানা। সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতি, ব্যক্তিগত ছবি বা আপনার পাঠানো লেখার উপযোগী ছবিও আপনি জুড়ে দিতে পারেন। আর হ্যাঁ পত্রিকায় লেখা পাঠানোর আগে চট করে ইবলিশের কোনো সংখ্যা পড়ে নিতে পারলে তাতে আপনারই সুবিধা।   

আমাদের পত্রিকার সকল সংখ্যা পড়তে এই লিংকটি ক্লিক করুন। সেখানেই পাবেন প্রত্যেক নয়া সংখ্যার জন্যে বিশেষ লিংকও। 

ফেসবুকে পত্রিকার সাকিন: ইবলিশ

ফেসবুকে সম্পাদকের সাকিন: রাহেবুল

No comments:

Post a Comment

ইবলিশ ৭ - নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ

  শিল্পী: জস এ. স্মিথ  সম্পাদক কয়  নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ বাঁশি না বীণা না বেহালা কী বাজাতেন নিরো?—কেউ হয়তো জানে ঠিকটা। বাদ্যযন্ত...