কৌশিক সেনের কবিতা

 







কৌশিক সেন:

 

বাংলা


চশমার বদলে বিস্কুট আর বিস্কুটের বদলে

বাংলা চেয়েছিলাম বলে তুমি আমার পাছায়

লাত্থি মেরে সিড়ির দিকে ফেলে দিলে…

 

আমি অন্ধকার সিড়ি দিয়ে গড়াতে গড়াতে

পৌঁছলাম এক অজানা নরকে। সেখানে

তাড়ি আর চুল্লুর ঢেউয়ে ভাসতে থাকলাম…

 

নরকের তরল পানিয়ে ভাসতে ভাসতে চশমাহীন

অস্পষ্ট দেখলাম, আমার বিস্কুট রঙের ভাষায়

দেশী মদের গন্ধ লেগে আছে…

 

উত্তোলন


বিষপতাকা এনে দাও,

একবার উড়িয়ে দিই আকাশে!

ওইসব মেঘেদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই

ওইসব পাখিদের সাথে আমার কোনো ঐশ্বরিক আলাপ হয়নি আগে,

ওদের জনপদ থেকে আমি বহুদূর হেঁটে এসেছি

পায়ে পায়ে পাড় করেছি কালনাগিনীর প্রশ্বাস পথ

ভাঙা ঘর, শাপিত উদ্যান অতিক্রম করেছি অতি সন্তর্পণে।

 

এখন সবুজ প্রান্তর পুড়ে ছাই,

নিহত সৈনিকের ক্ষতস্থানে মধ্যদিনের সূর্য

কাঁদবার ফুরসত নেই এখন,

বিষপতাকা তুলে দাও হাতে…

3 comments:

ইবলিশ ৭ - নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ

  শিল্পী: জস এ. স্মিথ  সম্পাদক কয়  নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ বাঁশি না বীণা না বেহালা কী বাজাতেন নিরো?—কেউ হয়তো জানে ঠিকটা। বাদ্যযন্ত...