ঘূর্ণন দেখছি ৯ - আরশোলা আর আল্লাহ্র হা-মুখ: রাহেবুল
যদিওবা অনেকদিন দেখিনা কোনোকিছু, কোনোদিকে দেখিনা। তবু চতুর্পাশ্বে আরশোলা। বিছানা-বাথরুম-বারান্দা— চরাচরব্যাপী এইসব আরশোলা, দেশি ভাষে তেলমু, তেলুয়া পোকা। সেই আরশোলা ধরি। অথবা এসে ধরা দিয়ে যায়, কে-জানে। কখনও আচ্ছাতরে কচলে দিই ওর/ওদের ঠ্যাং, আমার ঠ্যাং দিয়ে। কখনও মাথা ভাঙি। নিজেরটা ভাঙতে পারিনা বলে? ডানা-পাখনা মেলে এরা যখন চকিতে কেউ একজন আমার ঘরের দেওয়ালে এসে, উড়ে এসে জুড়ে বসে আমার অস্তিত্বকে পাত্তা দেয় না—গা রি রি করে। দেখতে চাই না তবু দেখি, চক্ষে পড়ে যায়—চর্মচক্ষু ভেদিয়া ইহারা ঢুকে পড়ে, কোনো বোবা আল্লাহ্র হা-মুখ দিয়ে গলগল করে এ-ওর পিঠোপিঠি বেরুতে থাকে, যেন।
খু্ব সুন্দর
ReplyDeleteখু্ব সুন্দর
ReplyDeleteআহা বড় ভালো লাগলো
ReplyDeleteএরকম হাজারো আরশোলা বা আরশোলার মতো অনেককিছুই কুঁচলে দিই সভ্য হওয়ার তাগিদে কিংবা অন্য কোনো কারণে! ভালো লাগলো খুব 🌻
ReplyDeleteছ্যাঃ ছ্যাঃ. কেমন করে গাও।
ReplyDeleteকি লেখা !! আরশোলা কে নিয়ে এমনও ভাবা যায়। চরম মেটাফোর
ReplyDelete