রাহেবুলের কবিতা: ঘূর্ণন দেখছি ৯ - আরশোলা আর আল্লাহ্‌র হা-মুখ

 


ঘূর্ণন দেখছি ৯ - আরশোলা আর আল্লাহ্‌র হা-মুখ: রাহেবুল 


যদিওবা অনেকদিন দেখিনা কোনোকিছু, কোনোদিকে দেখিনা। তবু চতুর্পাশ্বে আরশোলা। বিছানা-বাথরুম-বারান্দা— চরাচরব্যাপী এইসব আরশোলা, দেশি ভাষে তেলমু, তেলুয়া পোকা। সেই আরশোলা ধরি। অথবা এসে ধরা দিয়ে যায়, কে-জানে। কখনও আচ্ছাতরে কচলে দিই ওর/ওদের ঠ্যাং, আমার ঠ্যাং দিয়ে। কখনও মাথা ভাঙি। নিজেরটা ভাঙতে পারিনা বলে? ডানা-পাখনা মেলে এরা যখন চকিতে কেউ একজন আমার ঘরের দেওয়ালে এসে, উড়ে এসে জুড়ে বসে আমার অস্তিত্বকে পাত্তা দেয় না—গা রি রি করে। দেখতে চাই না তবু দেখি, চক্ষে পড়ে যায়—চর্মচক্ষু ভেদিয়া ইহারা ঢুকে পড়ে, কোনো বোবা আল্লাহ্‌র হা-মুখ দিয়ে গলগল করে এ-ওর পিঠোপিঠি বেরুতে থাকে, যেন।         


6 comments:

  1. আহা বড় ভালো লাগলো

    ReplyDelete
  2. এরকম হাজারো আরশোলা বা আরশোলার মতো অনেককিছুই কুঁচলে দিই সভ্য হওয়ার তাগিদে কিংবা অন্য কোনো কারণে! ভালো লাগলো খুব 🌻

    ReplyDelete
  3. ছ্যাঃ ছ্যাঃ. কেমন করে গাও।

    ReplyDelete
  4. কি লেখা !! আরশোলা কে নিয়ে এমনও ভাবা যায়। চরম মেটাফোর

    ReplyDelete

ইবলিশ ৭ - নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ

  শিল্পী: জস এ. স্মিথ  সম্পাদক কয়  নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ বাঁশি না বীণা না বেহালা কী বাজাতেন নিরো?—কেউ হয়তো জানে ঠিকটা। বাদ্যযন্ত...